মনের আশাটা সেনাবাহিনী পূরণ করে দেয়- প্রতিবন্ধী প্রদীপ

0 ১১৬

মো.গোলামুর রহমান।।

দরিদ্র অসহায় প্রতিবন্ধী প্রদীপ জলাদাস। তিনি রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সন্তান। প্রতিবন্ধি হওয়ায়, পরিবার পরিজন নিয়ে কোনরকম দিন পার করছিলেন তিনি।

তার জীবন জীবিকা আহরণের একমাত্র অবলম্বন একটি মাত্র নৌকা। যা দিয়ে তিনি খেয়া পারাপার করেন। সে নৌকাটি ভেঙ্গে আর পঁচে একেবারে নষ্ট হয়ে যায়।তাই জ্বালিয়া পাড়ার দরিদ্র অসহায় প্রতিবন্ধী প্রদীপ জালা দাসের ভাঙ্গা অচল নৌকা মেরামতের জন্য, লংগদু জোন কমান্ডারের নিকট আবেদনের প্রেক্ষিতে জোন অধিনায়ক প্রয়োজনীয় কাঠ এবং আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে জোনের তত্ত্বাবধানে ভাঙ্গা অচল নৌকাটি মেরামত করার ব্যবস্হা করেন।

গতকাল নৌকাটি মেরামতের কাজ সম্পুর্ন হয়েছে। যা প্রতিবন্ধীর একমাত্র উপার্জনের মাধ্যম। নৌকাটি মেরামত ও সচল করতে পেরে প্রদীপ জলা দাস ভীষণ আনন্দিত এবং জোন কমান্ডার প্রতি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলেন, জন্ম থেকে প্রতিবন্ধি হওয়ায় দৈনন্দিন পরিবার পরিজন নিয়ে কোনরকম দিন পার করে আসছি। প্রতিবছরই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে নতুন করে নৌকাটা কাজ করে নেই। এবছর স্যার সম্পূর্ণ ভাবে তৈরী করে দিয়েছেন।যখনি আমি সেনাবাহিনীর কাছে গিয়েছি স্যারদের ভালোবাসা পেয়েছি। আমার মনের আশাটা তারাই পূরণ করেন। আমি এবং পরিবার স্যারদের ভালবাসায় কৃতজ্ঞ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।