ভারতীয় গরু সন্দেহ দুই গরু আটক করেছে বিজিবি
alokitolangadu@gmail.com
মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে ভারতীয় গরু সন্দেহে চোরাই পথে পাচারকালে দুটি গরু আটক করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ০৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, একদল গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় যুবলক্ষীপাড়া নামক স্থানে অবস্থান করছে।
উক্ত সংবাদ ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল আনুমানিক ০৭.৩০ টার মধ্যে অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল তেমাথা বিজিবি ক্যাম্প যুবলক্ষীপাড়া, রহমতপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। চোরকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি বলেন দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী এবং সকল প্রকার অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।