বিজয় দিবসে লংগদু আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

0 ১৩৭

।। সাকিব আলম মামুন।।

মহান বিজয় দিবসে লংগদু উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন; পরবর্তীতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুারালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনা শেষে দোয়া ও মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু’র নেতৃত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এছাড়াও রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।