বাংলাদেশ গ্রন্থাগার সমিতি চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

0 ১২৭

২ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গ্রন্থাগার পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, লাইব্রেরিয়ান আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ল্যাব চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি সাইফুর রহমান সাগর, গ্রন্থাগার পেশাজীবী মোঃ নাজিম উদ্দিন সিদ্দিকী, ল্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হুমায়ূন কবির, ল্যাবের সাবেক কেন্দ্রীয় কাউন্সিলর আনোয়ার হোসাইন নূরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য পেশ করেন ল্যাব চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর মোঃ জামাল হোসাইন, সহকারী লাইব্রেরিয়ান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।