বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে লংগদু উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ
।। আলোকিত লংগদু ডেক্স ।।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে রাংগামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) লংগদু উপজেলা পরিষদের পাশে ফলদ গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা নিবার্হী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্ত ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী ফারুক সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন এসময় উপস্থিত ছিলেন।