বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে লংগদু মডেল কলেজের উদ্যাগে বৃক্ষ রোপন

0 ১৯৩

।। আলোকতি লংগদু ডেক্স ।।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে `লংগদু মডেল কলেজের উদ্যােগে বৃক্ষ রোপন অভিযান আয়োজন করা হয়েছে। বৃহষ্পতিবার(১৬ জুলাই) বিকালে উপজেলার লংগদু মডেল কলেজের শহীদ মিনার কর্ণারে প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার একটি বনজ গাছরে চারা রোপন করে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন।
এসময় লংগদু মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা সহ কলেজের স্টাফগন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এসময় বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচী শুরু হয়েছে। প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষধি গাছের চার রোপন ও বিতরণ করা হচ্ছে। লংগদু মডেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করায়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।