বগাচত্তরের দক্ষিণ মারিশ্যাচর সপ্রবির ম্যানেজিং কমিটি গঠন

১০৬

।। এম জি রহমান।।

বগাচত্তরের দক্ষিণ মারিশ্যাচর সপ্রবির ম্যানেজিং কমিটির নির্বাচনী ফলাফল

লংগদু উপজেলার ৪নং বগাচত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মারিশ্যাচর এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

রবি বার (১৮সেপ্টেম্বর) সকাল ১১টার সময় দক্ষিণ মারিশ্যাচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে, উগলছড়ি মহাজনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে। সহকারী প্রিসাইডিং হিসেবে উপস্থিত ছিলেন, উগলছড়ি মহাজনপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (সাগর)।

এসময় উপস্থিত ছিলেন, বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর, ইউপি সদস্য তাজুল ইসলাম, ইউপি সদস্য মুসা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে আবুল হোসেন ৭ভোটে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রার্থী নাছির উদ্দীন পেয়েছে ৬ভোট । সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নুরুন্নবী।

উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ১৩জন সদস্য ভোট গ্রহনে অংশ নিতে পেরেছে। ১৩ সদস্যর ভোটে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে শুধু মাত্র সভাপতি পদে ভোট গ্রহন করা হয়েছে।তবে সাধারন সম্পাদক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নন্দ লাল রয়েছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।