পুলিশের আইজিপি কর্তৃক পুরস্কৃত হয়েছেন লংগদু থানার অফিসার ইনচার্জ

alokitolangadu@gmail.com

0 ৩৭৩

মো. গোলামুর রহমান,

বাংলাদেশ পুলিশ বাহিনীর আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কার রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয়ের নিকট হতে গ্রহণ করেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন।

উক্ত পুরষ্কার  রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের  আগষ্ট/ ২০২৩ ইং মাসের অপরাধ পর্যালোচনা সভায়, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম কর্তৃক প্রদত্ত পুরস্কার  রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের নিকট হইতে  গ্রহন করেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর)  রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় উক্ত পুরষ্কারে পুরস্কৃত হন অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন।

তিনি বলেন, এধরনের প্রাপ্তি নিজের দায়িত্ব ও কর্তব্যর প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। তিনি জানান আমি সর্বদা বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও কর্তব্যে অটল থাকার চেষ্টা করি। আগামীতেও আমার দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে কাজ করে যাবো।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।