পার্বত্য প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0 ১৩৮

আলোকিত লংগদু ডেক্স:

খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের অন্যতম সংগঠন পার্বত্য প্রেসক্লাবের বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্যতম সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, পেশাজীবি সংগঠন হিসেবে পার্বত্য প্রেসক্লাবের জনসেবামূলক কর্মকান্ডের ফলে এর জনপ্রিয়তা দ্রুততম সময়ে বৃদ্ধি পাচ্ছে। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।

পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা, সিনিয়র সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ, পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন, পার্বত্য প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুলাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য সুজন বড়ুয়া, বকুল বিকাশ চাকমা, খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।

সভায় বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশনের উপর সবার্ধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড আরো সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে কতিপয় সাংবাদিকদের দৌরাত্বে অনেক সময় পেশাগত দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে একাত্ব হয়ে এ ধরনের দুষ্কৃিতকারীদের বিষয়ে সজাগ থাকার আহবান জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম শেখ, দৈনিক ভোরের ডাক পত্রিকার শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ, সাংবাদিক নূর মোহাম্মদ, লোকমান হোসেন, আশেক উল্ল্যাহ সহ পার্বত্য প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।