পানিতে ডুবে কিশোরের মৃত্যু

alokitolangadu@gmail.com

0 ৩৮৫

।। মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় নানির সাথে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোর মো. আরিফ (১১) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টার সময়  লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইসলামাবাদ গ্রামে নির্মাণাধীন ব্রিজের পশ্চিম পাশে মামা ও ভাগিনা আরিফ ও হোসেন খেলা করার সময় এক সাথে পানিতে পড়ে যায়।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, যখন দুজন পানিতে পড়ে যায়,তখন নির্মাণাধীন ব্রীজে কর্মরত শ্রমিকরা দেখে দ্রুত হোসেন কে উদ্ধার করে।  হোসেনের জ্ঞান ফেরার পর সে আরেকজন পানিতে আছে বল্লে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা পানিতে নেমে খুঁজাখুঁজি করে উদ্ধার পূর্বক হোসেন এবং আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, ঘটনা স্থল লংগদু থানা পুলিশ পরিদর্শন করে। উক্ত বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মৃত আরিফকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য আরিফ রাঙ্গামাটি সদরের শিমুল তলী এলাকার রুবেল মিয়ার ছেলে। সে লংগদু উপজেলার ইসলামাবাদ নানা আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।