পাত্রী নির্বাচন ও আদর্শ নারীর গুনাবলী
আলোকিত লংগদু ডেক্সঃ
বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্বানচন খুবই গুরুত্ত্বপুর্ণ বিষয়। কারণ স্ত্রীর মাধ্যমেই স্বামী প্রশান্তি লাভ করে থাকে। সুতারাং পাত্রী নির্বাচনে সামান্য অসচেনতা ও অবেহেলা চির অশান্তির দিকে ঠেলে দিকত পারে। তাই হাদীসের আলোকে পাতওী নির্বাচনে লক্ষণীয় গুরুত্ত্বপূর্ণ দিকগুলো জেনে নিই।
১. নেককার ও দ্বীনদার হওয়া। সুত্র: সহিহ মুসলিম, হাদিস নং-৩৬২২
২ বংশীয় মর্যাদার অধিকারী হওয়া। সুত্র: সহিহ বুখারী, হাদিস নং- ৫০৮২
৩. কুমারী হওয়া । সুত্র: ইবনে মাজাহ, হাদিস নং ১৮৬১
৪. গর্ভ ধারণে সক্ষম হওয়া। সুত্র: সুনানে নাসাঈ, হাদিস নং- ৩২২৭
৫. স্বামীর ভক্ত ও অনুসারী হওয়া । সুত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং-২০৫০
৬. স্বামীর অনুগত হওয়া । সুত্র: সুনানে নাসাঈ, হাদিস নং- ৩২৩১
৭. ঘরের তত্ত্বাবধানের যোগ্যতাসমপন্ন হওয়া। সুত্র: সহিহ বুখারী, হাদিস নং- ২৫৫৪
৮. অতিমাত্রায় আত্মসম্মান বোধ না থাকা। সুত্র: সুনানে নাসাঈ, হাদিস নং- ৩২৩৩
৯. সচ্চরিত্রা হওয়া। সুরা নুর , আয়াত নং ০৩
১০. পছন্দমত সুন্দরের অধিকারী হওয়া। সুত্র: মুসনাদে আহমদ, হাদিস নং-১৩৪২৯
১১. মেয়ে সাদাসিধে হওয়া সুত্র: হাকেম, হাদিস নং- ২৪৬৬১
সুত্র: আল আবরার, বর্ষ-২, সংখ্যা-৬
লেখক: মাওলানা আমিনুর রশিদ