পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে লংগদুতে এ্যাডভোকেসি সভা

0 ২১৭

 

পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে লংগদুতে এ্যাডভোকেসি সভা

।। আরমান খান, লংগদু ।।
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা করেছে রাঙামাটির লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে, লংগদু উপজেলা সদরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জন্ম নিয়ন্ত্রনের স্থায়ী পদ্ধতি, গর্ভবতী বা প্রসূতি নারীর স্বাস্থ্য সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, মা ও শিশুর কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে বিশেষ সেবা ক্যাম্প পরিচালিত হবে বলে জানান পরিবার পরিকল্পনা বিভাগ।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটির সহকারি পরিবার কল্যান কেন্দ্র পরিচালক ডা. বেবি ত্রিপুরা, সূখী জীবন প্রকল্পের কনসালটেন্ট ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাংবাদিক আরমান খান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, লংগদু উপজেলায় আটটি পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও পর্যাপ্ত জনবলের অভাবের কারণে স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। পাশাপাশি অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবও রয়েছে। পরিকল্পিত পরিবার বাস্তবায়নে এই খাতের সকল সংকট মোকাবেলা করতে সকলের সহযোগীতা প্রয়োজন। সেবা সপ্তাহ উপলক্ষে পরিকল্পিত পরিবার বিষয়ে জনসাধারনকে আরো বেশি সচেতন করতে গণমাধ্যমসহ মাইকিং ও প্রচারপত্র বিতরন করার আহবান করা হয়।
এ্যাডভোকেসি সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা ঝন্টু চৌধুরীসহ পরিবার কল্যাণ পরিদর্শক, সহকারী পরিদর্শক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।