নবাগত জেলা প্রশাসকের লংগদুতে মতবিনিময় সভা

alokitolangadu@gmail.com

0 ২৪৬

মো. গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, গণমাধ্যম প্রতিনিধি ও সুধিজনদের সাথে নতুন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ আগস্ট বুধবার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে , স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও জনপ্রতিনধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে লংগদু উপজেলা প্রশাসন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ,  প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। সভায় সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক আরমান খান।

প্রধান অতিথির বক্তব্যে নতুন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন- লংগদুর যাতায়াত ব্যবস্থা এখনও খুবই খারাপ। উপজেলা থেকে একজনকে জেলা সদরে আসতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয়। আসতে যেতেই রাস্তায় তার অনেক সময় চলে যায়। আমি চেষ্টা করবো নানিয়ারচর থেকে লংগদু-বাঘাইছড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের। উপজেলার যে কোনও উন্নয়নের ব্যপারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাধ্যানুযায়ী চেষ্টা করবো। এছাড়া উপজেলার সকল সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়েনে আপনাদের সুচিন্তিত মতামত সাদরে গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার শিক্ষার মান উন্নয়ন, ভূমি বিরোধ নিরসন, বৃক্ষ নিধন রোধ, নানিয়ারচর থেকে লংগদু-বাঘাইছড়ির রাস্তা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

<span;>এর আগে নতুন জেলা প্রশাসক লংগদু থানা পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি পাবলিক লইব্রেরী মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে ক্রেস্ট ‍দিয়ে বরন করে নেয়া হয়। 

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।