নতুন নেতৃত্ব নির্বাচনে চলছে হেফাজতের সম্মেলন

0 ১৫৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে তাঁর উত্তরসূরী নির্বাচনে সম্মেলন চলছে চট্টগ্রামের হাটহাজারীতে।

আল্লামা শফীর মৃত্যুর ৫৯ দিন পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এতে সারা দেশ থেকে যোগ দিয়েছেন কওমি অঙ্গনের ৪০০ শীর্ষ নেতা। এঁদের উপস্থিতিতে গঠন করা হবে নতুন কমিটি।

সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে মাদ্রাসা এলাকায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, হেফাজত ইসলামের সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।