দোহায় আটকেপড়া ১৫৯ বাংলাদেশি ফিরলেন

0 ১৮৩

আলোকিত লংগদু ডেক্মঃ

করোনার কারণে কাতারের রাজধানী দোহায় আটকেপড়া ১৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

তারা সবাই করোনা নেগিটিভ সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ আটকে পড়েছে। বিমান চলাচল বন্ধ থাকায় তারা এতদিন দেশে ফিরতে পারেননি। এখন তাদের দেশে আনা হচ্ছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।