দুর্যোগ পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে লংগদু থানা পুলিশের রেস্কিউ টিম

alokitolangadu@gmail.com

0 ২৭৭

>মো. গোলামুর রহমান

দেশব্যাপী  বৈরী আবহাওয়ার ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। যার ফলে মানুষের জান মালের নিরাপত্তার সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে লংগদু থানা পুলিশ।

দুর্যোগ পরিস্থিতিতে আশ্রয় নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে লংগদু থানার অফিসারদের দায়িত্বে রেখেছে লংগদু থানা। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চালু করেছে কন্ট্রোল রুম।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, বৈরী আবহাওয়ার ফলে পাহাড়ে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা থাকে,  তাছাড়া লংগদু উপজেলার বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, তাই সাধারণ মানুষের জান মালের কথা চিন্তা করে আমরা লংগদু থানা পুলিশের রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।