দীঘিনালায় বেসরকারী প্রাথমিক শিক্ষকদের মাঝে অনুদান প্রদান
সোহেল রানা
খাগড়াছরি দীঘিনালা উপজেলায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৯আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর পক্ষ থেকে অনুদানের নগদ অর্থ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন।
এতে উপজেলা ৪৪টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬জন শিক্ষককের মাঝে ১লক্ষ ৭৬হাজার টাকা প্রদান করা হয়।
অনুদান পেয়ে গুকনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিণ চাকমা বলেন, আমারা অনেক দিন যাবত বিনা বেতনে স্কুল চালিয়ে যাচ্ছি, সরকার থেকে কোন অর্থ সহযোগীতা পাই না। তবে আজ অনুদান পেয়ে অনেক ভাল লাগছে।