দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং বস্ত্র সামগ্রী বিতরণ করল রাজনগর জোন

মো.গোলামুর রহমান।।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম রিজিয়ন উপস্থিত থেকে গরীব ও দুস্থ: মানুষের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরন করেন। এছাড়াও অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৫ তারিখ) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে জোন সদরে গরীব ও দুস্থ: অর্ধ শতাধিক পরিবারের মাঝে ২৫টি লুঙ্গি, ২৫টি শাড়ী এবং ৫০ প্যাকেট ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছোলা-১ কেজি, সুগন্ধি পোলাও চাল-১ কেজি, মুড়ি-৫০০ গ্রাম, সেমাই (বনফুল ২০০ গ্রাম)-১ প্যাকেট এবং চিনি-১ কেজি ছিল।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে। রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই আমরা সবার সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছি। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।