তুরস্কে ১২ বাংলাদেশি আটক

0 ১০৩

১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে তুরস্কের প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিল প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার দেশটির পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে তাদের আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় ১৫ জন ধারণ ক্ষমতার একটি মিনিবাসকে চ্যালেঞ্জ করার পর এ অভিবাসীদের আটক করা হয়।

এতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার সাতজন এবং মিয়ানমারের দুই জন নাগরিক ছিলেন।

আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।

SHARE

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।