গুলশাখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যেগে বৃক্ষ রোপন

0 ২২৯

।। সাকিব আলম মামুন।।
মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান… এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে গুলশাখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীগণ।
শুক্রবার (৩১ জুলাই) গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ প্রাঙ্গনে চলমান বৃক্ষরোপণ কার্যক্রম করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গুলশাখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গুলশাখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আজাদ, বর্ডার গার্ড মডেল কলেজের ছাত্রনেতা মোস্তাকিম আলম, নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম সজীব, কামাল এবং রুবেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীগণ।
এসময় গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, মুজিব বর্ষের আহ্বানে সাড়া দিয়ে গুলশাখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে এটা প্রশংসনীয়। এভাবে ছাত্রলীগের প্রতিটা কর্মীরই দেশের এই সংকটময় পরিস্থিতিতে কাজ করে যাওয়া উচিৎ। এছাড়াও তিনি বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা মূলক কথা বলে কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।