গাঁথাছড়া বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের ঈদপূর্ণমিলনী (ঈদুল আযহা) অনুষ্ঠিত

0 ১৭৪

মোঃ গোলামুর রহমান

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্র সংসদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (০২আগস্ট) সকাল ১১.৩০ সময় গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার একটি হলে এ অনুষ্ঠান কার্য্য পরিচালনা করা হয়। সংগঠনের সভাপতি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা ফোরকান আহমদ সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাব উদ্দীন সহ অন্যান্যরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠণের অনেক সদস্যবৃন্দ। এসময় বায়তুশ শরফের মান উন্নয়নের বিষয়বস্তু ও নতুন সদস্যদের কে নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।