খাগড়াছড়িতে বিএনপি গত উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0 ১৮০

 ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির
কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান।

এছাড়া জেলা বিএনপির সহ সভাপতির মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মফিজুর রহমান। প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন। জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।