কাপ্তাইয়ে ঘরে ঢুকে জেএসএসের দুই কর্মীকে গুলি করে হত্যা

0 ১৫৯

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন জনসংহতি সমিতির সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে গর্জনিয়ায় ধনঞ্জয় চাকমার বাড়িটি একদল দুর্বৃত্ত ঘেরাও করে। তারা বাড়ির একটি কক্ষে ঢুকে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে। আরেকটি কক্ষে সুভাষ তঞ্চঙ্গ্যাকে (৪৫) লক্ষ্য করে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

আজ বুধবার সকালে স্বজনেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রাতে ঘটেছে। সকালে পুলিশ খবর পায়। এখনো কেউ মামলা করেনি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।