করোনা মহামারীতে প্রাথমিকের ৭ শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ৩২৮ শিক্ষক

0 ১০৫

আলাকিত লংগদু ডেক্সঃ

করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে প্রাথিমক বিদ্যালয়ের ৭ শিক্ষক। এছাড়াও ৪২৯ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাতজন শিক্ষক মারা গেছেন। এ পর্যন্ত ৬৪ জন সুস্থ হয়েছেন।

আজ প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। ডিপিইর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ৩২৮ জন শিক্ষক, ৫১ জন কর্মকর্তা, ৩১ জন কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৪ জন সুস্থ হয়েছেন।তাদের মধ্যে ৪৬ জন শিক্ষক, ৮ জন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও সাতজন শিক্ষার্থী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১২২ জন, খুলনায় ২৯ জন, বরিশালে ২১ জন, সিলেটে ৩৯ জন, রংপুরে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ডিপিই। প্রতিদিন এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টা পরপর ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।