করোনায় সশস্ত্র বাহিনী পরিবারের ১০৭ জনের মৃত্যু, সুস্থ ৫৬৭৭

0 ২৭৬
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ১০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৭৭ জন।

শনিবার (২৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ৭৮৩ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।

বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন আছেন ৯০৩ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫২১ জন এবং ১২ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মারা গেছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।