ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের আরও ৪ দিনের রিমান্ড

0 ২০৯

মেজর সিনহা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হয়েছে। এই মুল ৩ আসামীসহ ৭ আসামিকে দ্বিতীয় বার ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

গত ৬ আগস্ট সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ভিত্তিতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের সাত দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছিলেন। আজ সোমবার আদলতের শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ আসামির আরো ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারকি হামিক (টেকনাফ-৩) তামান্না ফারাহ।

ওই তিন আসামিকে গত ১৮ আগস্ট ৭দিনের রিমান্ডের আদেশ দেয়া হয়েছিল। তাদেরকে কারাগার থেকে নিয়ে যাওয়া হয় র‌্যাব কার্যালয়ে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার মূল তিন আসামিকে নিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলেও যায় র‌্যাব।

সংবাদ সম্মেলন করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানিয়েছিলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার মূল তিন আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে কাছে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা ।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন।

আসামিরা হলেন- বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. মোস্তফা ও এসআই টুটুল। এদের মধ্যে আসামি মোস্তফা ও টুটুল পলাতক রয়েছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।