উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় জাতীয় শোক দিবস পালন

0 ১২৬
আলোকিত লংগদু ডেক্সঃ
রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়।
(১৫ আগষ্ট) শনিবার সকাল ১০.০০ঘটিকায় বিদ্যালয়ের সামাজিক দুরত্ব বজায় রেখে শোকসভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান জালাল হোসেন মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন,  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন দক্ষ রাষ্টনায়ক ।স্বাধীনতার স্থাপতি। তিনি না হলে বাংলাদেশ নামক দেশ হতোনা। তারা আরো বলেন স্বাধীনতার কয়েক বছর পার হতে না হতে একদল বিপদগামী সন্ত্রাসীরা ১৯৭৫ সালের ১৫ই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে। এ হত্যাকান্ডের মাধ্যমে দেশ হারালো একজন মহান নেতাকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।