রাঙ্গামাটির লংগদুতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে একজন ইট ভাটার মালিককে অর্থদন্ড প্রদান সহ ভাটার চুল্লী ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ২৯ নভেম্বর) বেলা ১২ টায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বামেছড়া নাছিরের অবৈধ ইট ভাটাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মাসুদ রানা। এসময় লংগদু থানার এ এস আই সাঈদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এসময় ইট ভাটার ম্যানেজার খোরশেদ আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী নগদ অর্থদন্ড ৫০ হাজার টাকা জরিমানা প্রদান এবং ইট ভাটার চুল্লী ধবংস করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট( সহকারী কমিশনার ভূমি) মো: মাসুদ রানা।