আটারকছড়াতে খতমে নবুওয়াত মসজিদ এর শুভ উদ্বোধন

মো.গোলামুর রহমান,
রাঙ্গামাটির লংগদু উপজেলায় কুরআন হাদিসের আলো ছড়াতে, দুর্গম এলাকায় খতমে নবুওয়াত মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১ আগষ্ট) দুপুর ২টায়( বাদে জোহর) লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি রাজধানীটিলায় উক্ত মসজিদের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন, দোয়া মাহফিল খতমে নবুওয়াত মিশনারী সেন্টার এর সার্বিক তত্ত্বাবধানে ও সদকায়ে জারিয়া প্রজেক্টের অর্থায়নে নির্মিত মসজিদে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে মাওলানা আমিনুর রশিদ পটিয়াবীর সভাপতিত্ব ও ইমামতিতে উদ্বোধনের সূচনা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা ইমদাদ বিন সাদিক এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোঃ শামিম সাহেব।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন উপ- অধিনায়ক মেজর রিফাতুজ জাকের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান সাহেব,সমাজ কর্মি, লেখক ও কলামিষ্ট আহমদ রশিদ বাহার ( ব্রাদার বাহার), উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মতিন,উত্তর ইয়ারিংছড়ি বাজার জামে মসজিদের সভাপতি ডা. মোঃ মজলিশ খান,সদকায়ে জারিয়া প্রজেক্টের প্রতিনিধি রাসেল ইসলাম সহ বিভিন্ন আলেম উলামারা।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরওয়ার আলম সাহেব।