অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
alokitolangadu@gmail.com
।। মো. গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক স্থানীয় গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ২০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার( ২১ জানুয়ারি ২০২৪) বেলা ৩টায় রাজনগর জোনের সার্বিক ব্যবস্থাপনায়, ইউনিটের প্রশিক্ষণ মাঠে অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি কর্তৃক স্থানীয় অসহায়, গরীব ও হতদরিদ্র ২০০টি পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) সামগ্রী বিতরণ করেন।
রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণ আগ্রহের সাথে শীতবস্ত্র (কম্বল) সংগ্রহ করে।
শীত আসার পর থেকে সাধারণ মানুষের পাশে দাড়ায়নি কেউ। তাই বিজিবি কর্তৃক স্থানীয় অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।