সাংবাদিকদের নিয়ে নবাগত ওসির মতবিনিময় সভা

alokitolangadu@gmail.com

0 ২৪৫

।। মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে লংগদু প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন লংগদু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ।

রবিবার (২৪ ডিসেম্বর)  সকাল ১১ টায় লংগদু থানার অফিসার ইনচার্জ এর অফিসে মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ হয়।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. ওমর ফারুক মুসা, সাধারন সম্পাদক আরমান খান সহ লংগদু প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন,দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে, আমি আশা রাখি সাংবাদিকরাও অতীতের ন্যায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলকে কাজ করার কথা বলেন তিনি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।