শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

0 ১৮

নিজস্ব প্রতিবেধকঃ

রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর(চট্টগ্রাম) কর্তৃক রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় ।

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোনের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিটের প্রশিক্ষণ মাঠে বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম কর্তৃক রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও অসহায় শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

বিজিবি কর্তৃক স্থানীয় শীতার্ত গরীব, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।

এ সময় সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাঙ্গামাটি এবং অধিনায়ক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।