শিকড়” এর আনন্দ ভ্রমণ ও কমিটি গঠন সম্পন্ন

২৫৩

কামরুল হাসান কাদের

লংগদুতে শিকড়- সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।।
বাইট্টাপাড়া এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাট্টলীর ওয়াচ টাওয়ারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে কামরুল হাসান কাদেরকে সভাপতি, অ্যাডভোকেট আলাল উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, আশিকুজ্জামান সুজনকে সাংগঠনিক সম্পাদক ও জয়নাল আবেদিনকে আইন বিষয়ক সম্পাদক সহ মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।।
এতে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সাহীন আলম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বাবুল, ঠিকাদার লিয়াকত আলী জসিম, রেজাউল করিম রেজা, বকুল হোসেন, আব্দুর রশিদ, গিয়াসউদ্দিন সহ আরো অনেকে।

আইনজীবী জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তারা বলেন, উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর বিকল্প নাই। তাই সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে আর্ত-মানবতার সেবা ও উন্নত সমাজ গঠনে কাজ করে যাবে শিকড়।। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। কোনভাবেই এতে রাজনীতির প্রবেশ করানো যাবে না।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।