লোগাং জোন বিজিবি-৩ কর্তৃক উল্টাছড়ি হাইস্কুলের পার্শ্বে যাত্রী ছাউনি নির্মান

0 ১৮৯

আরিফুল ইসলাম মহিন, উল্টাছড়ি হাই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক গনের সুবিধার্থে লোগাং জোন কর্তৃক বিদ্যালয় সংলগ্ন ষাত্রী নির্মান করা হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার সকালে শিক্ষক/শিক্ষিকা, চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত আলম ছাউনিটি উন্মুক্ত করেন।

জানা যায়, বিধ্যালয় সংলগ্ন কোন যাত্রী ছাউনি না থাকায় ৫নং উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বিজয় চাকমা ১ টি যাত্রী ছাউনির জন্য লোগাং জোন কমান্ডার এর নিকট আবেদন করেন। তারই প্রেক্ষিতে সম্প্রতি বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডারের উদ্যোগে যাত্রী ছাউনির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

উক্ত যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকগণ সহ জনসাধারণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ।

উদ্ভোধন পরবর্তীতে অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও জোন কমান্ডার বলেন, লোগাং জোন এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।