লংগদুতে ৪৯তম জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

0 ২২৯

।। আলোকিত লংগদু ডেক্স।।
”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০ পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

শনিবার(৭ নভেম্বর), লংগদু উপজেলা সদরে সকালে প্রথমে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে
সেখান থেকে সমবায়ী র‌্যালীটি বের করা হয়। রেলীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদ এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছদর আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, সাবেক লংগদু মুক্তিযোদ্ধ সংসদ কমান্ডের কমান্ডার মীর শাহনেওয়াজ চৌধুরী ফারুক, লংগদু মটরসাইকেল ও অটো চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবু হানিফ ।

এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইমাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর সহ বিভিন্ন কর্মকর্তাগন ও বিভিন্ন সমবায়ী সদস্যগন এসময় উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।