লংগদুতে ১২৬ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

0 ২১১

মো.গোলামুর রহমান।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ে রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১২৬টি ঘর প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনের মাধ্যমে বিতরণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান।

১১ জুন মঙ্গলবার সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেুরি মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ে লংগদু উপজেলার ১২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাঙ্গামাটি, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করেছেন। এতে আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ে সারাদেশ ১৮, ৫৬৬টি ঘর প্রদান করা হচ্ছে। তার মধ্যে ১২৬টি ঘর লংগদুতে বিতরণ করা হয়েছে।

এছাড়াও এ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে লংগদু টু নানিয়ারচর রাস্তার কাজ দ্রুত শুরু হওয়ার কথা জানান জেলা প্রশাসক।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।