লংগদুতে হেডম্যান কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি প্রেমলাল, সদস্য সচিব মানিক

0 ২১৬

 

।। ও.এফ. মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলা হেডম্যান কল্যাণ সমিতির নতুন মেয়াদে কমিটি গঠন করা হয়েছে।
রবিবার, উপজেলা সদরে হেডম্যান কল্যাণ সমিতির কার্যালয়ে হেডম্যান সমিতির সভাপতি প্রেম লাল চাকমার সভাপতিত্বে ও হেডম্যান মানিক কুমার চাকমার পরিচালনায় কমিটি গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকল হেডম্যানদের খোলামেলা আলাপ আলোচনার ভিত্তিতে ও সর্ব সম্মতিক্রমে আগামী ২বৎসর মেয়াদের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা করা হয়। এতে সভাপতির পদে প্রেম লাল চাকমা পুনঃনির্বাচিত ও মানিক কুমার চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সমিতির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, সহসভাপতি কনক কুমার চাকমা, সহ সদস্য সচিব মোঃ আব্দুল হালিম, কোষাদক্ষ নিউটন চাকমা, সহ কোষাদক্ষ অমর বিকাশ চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক বকুল বিকাশ চাকমা, প্রধান সদস্য কুলিন মিত্র চাকমা (আদু), সদস্য বিমল কান্তি চাকমা ও নিখিল প্রিয় চাকমা।
অপরদিকে মোঃ এখলাস মিঞা খান, অঞ্জন দেওয়ান ও বিয়াক থাং পাংখোয়া হেডম্যান সমিতির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন।
লংগদু উপজেলার ২৫টি মৗজার মধ্যে ২৪টি মৌজায় হেডম্যানগন কর্মরত রয়েছেন। একটি মৌজায় হেডম্যানের পদ শূণ্য রয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।