লংগদুতে সবুজগিরি জনকল্যাণ সমিতির পূনমিলনী ও শীতবস্ত্র বিতরণ

২০৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় সবুজগিরি জনকল্যাণ সমিতির ২য় বার্ষিকী উপলক্ষে পূনমিলনী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে উপজলার হাজাছড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবুজগিরি জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আতিক হোসেন।
শিক্ষক ও সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক হারুনুর রশীদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, আটারকছড়া ইউপি সচিব আল আমিন ইমরান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক বিপ্লপ ইসলাম, এবিএস মামুন, মোঃ ইউসুফ আলী সহ সবুজগিরি সমিতির সদস্যগন।
শেষে ৫০ জন গরীব, দুস্থদের মাঝে শীতকম্বল বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।