লংগদুতে মাদক ব্যবসায়ির বাড়িতে সেনাবাহিনীর অভিযান,গাঁজা গাছ ধ্বংস

মো.গোলামুর রহমান।।
লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনীর অভিযান। বসত বাড়ি হতে চাষ করা গাঁজা গাছ জব্দ করে গাছগুলো ধ্বংস করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়,লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বাজার সংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলম নামে একজন মাদক ব্যবসার সাথে জড়িত আছে।
উক্ত তথ্যের আলোকে (১৬ মে) বিকালে লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর শোর্শেদ এসপিপি পিএসসির নির্দেশনায়,অত্র জোনের ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়ের নেতৃত্বে, টহল দল জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে গিয়ে দেখা এবং জানাযায় জাহাঙ্গীর আলমের বসত বাড়িতে গোপনে মাদকদ্রব্য গাঁজা গাছ চাষ ও গাঁজা সেবন এবং বিক্রয়ের সাথে সে জড়িত রয়েছে।
অভিযানে থাকা লংগদু জোন অফিসার ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়ের উক্ত বসতবাড়ি হতে গাঁজা গাছ ও ব্যবসায়ী জাহাঙ্গীরের ছেলে মোর্শেদকে গাঁজা গাছ সহ আটক করে জোনে সদরে নিয়ে আসে।
পরবর্তীতে জোন কর্তৃপক্ষ এবং মাইনি ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমলের উপস্থিতিতে, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের (পলাতক) ছেলে মোরশেদ এবং তার স্ত্রী উক্ত ঘটনা সত্যতা স্বীকার করে এবং মুচলেখা দেয় যে আর কখনো তারা কোনো ধরনের মাদকদ্রব্য,গাঁজা চাষ,গাঁজা বিক্রির সাথে তাদের পরিবারের কোনো সদস্য সম্পৃক্ত হবে না। হলে তারা যে কোন ধরনের শাস্তি মেনে নিতে বাধ্য থাকবে।
মুচলেকা নেয়া শেষে জব্দকৃত গাঁজা গাছ গুলো ধ্বংস করা হয়।