লংগদুতে মহিলা ভিত্তিহীন সমিতির সদস্যকে ঋণ সহায়তা দান

২২১

।। আলোকিত লংগদু ডেস্ক ।।
শাক সবজি আবাদ, হাস- মুরগি, পালন ও ক্ষুদ্র ব্যাবসা করে পরিবারে আর্থীক স্বচ্ছলতা বৃদ্ধি করার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড ( বিআরডিবি) লংগদু উপজেলা কার্যালয় থেকে মহিলা ভিত্তিহীন সমিতিকে ঋণ সহায়তা দেয়া হয়েছে।
বুধবার(২৬ অক্টোবর), লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের জামতলা মহিলা ভিত্তিহীন সমিতির ১৩ জন সদস্যাকে ৫ লাখ ৫৯ হাজার টাকা আবর্তক ঋণ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে এই ঋনের টাকা বিতরণ করেন।
এসময় মাঠ পরিদর্শক ঝন্টু চৌধুরী ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।