লংগদুতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

২২৫

।। আলোকিত লংগদু ডেক্স ।।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাঙামাটির লংগদু উপজেলায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোবার (৫ জুন)সকালে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রান্ত থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা সদরে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল।
এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।