লংগদুতে বঙ্গবন্ধু’র ‌‌’জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

0 ৯০৫

 

গোলামুর রহমান 

রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‌‌’জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়েছে।

এউপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৮মে), লংগদু সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদায়িত্ব) আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান।

এসময় বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃ্দগন চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।