লংগদুতে প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা

0 ২৩১

।। দৈনিক আলোকিত ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০ উপলক্ষ‍্যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ডিসেম্বর), উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমাম হোসেন ও সাবেক লংগদু মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহনেয়াজ চৌধুরী ফারুক।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।