লংগদুতে নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত

0 ২৫৭

।। দৈনকি আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদুতে দিনদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ৩জন করোনা শনাক্ত হয়েছে।
গত ২৮ জুলাই বাইট্টাপাড়া ৩৬ আনসার ব্যাটেলিয়নের দুই সদস্য, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্স এর গাড়ি চালক এবং ৩৭ বিজিবি, রাজনগর-গুলশাখালী জোনের ২ সদস্য অসুস্থ্য হলে তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (৩১ জুলাই), এতে তিন জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়। এ নিয়ে লংগদুতে আজকের রিপোর্ট অনুযায়ী এপর্যন্ত মোট ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন এবং বাকি আছেন ৬ জন।
প্রশাসনের নির্দেশ মোতাবেক বাকী ঐ ছয় জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন ও তাদের শারীরিক অবস্থা সুস্থ ও স্বাভাবিক আছে। তবে লংগদুতে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।