লংগদুতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত

alokitolangadu@gmail.com

0 ১,০৬৯

।। আলোকিত লংগদু ডেক্স ।।

তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার, লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবদুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শিপু, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সালাম খাঁ, গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, আটারকছড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আমিনুল ইসলাম, বগাচতর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল বশর, মাইনীমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা সুভাস চন্দ্র দাস,সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদীকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা আনোয়ারা বেগম, সহসভাপতি অজিত কুমার নন্দী, সহসভাপতি মোঃ হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু বড়ুয়া সহ লংগদু উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আসন্ন জাতীয় শোক দিবস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির আন্দোলনের নামে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং বিগত প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভার পর্যালোচনা সহ বিস্তারিত আলোচনা শেষে বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।