লংগদুতে জামায়াতের ‘ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত

১৮১

মো.গোলামুর রহমান।।

“কুরআনের আইন চাই,সৎ লোকের শাসন চাই” এশ্লোগানকে বুকে ধরে রাঙ্গামাটির লংগদুতে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি ‘ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ এর সঞ্চালনায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলিম।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির ২৯৯নং আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির এমএল সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম,রাঙ্গাসাটি জেলা শিবিরের সেক্রেটারি আরফানুলনহক, মাইনী ইউনিয়নের আমির শিহাব উদ্দীন, লংগদু উপজেলা শিবিরের সেক্রেটারি নবী হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

​সম্মেলনের দলীয় আদর্শের পাশাপাশি নির্বাচন ভিত্তিক কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব ফিরিয়ে আনা এবং ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরো শক্তিশালী করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। ​

প্রধান বক্তা এ্যাডভোকেট মোখতার আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামীর ওপর নানারকম গুম খুন জেল জরিমানা অত্যাচার নিপিড়ন করেছিলো। এখনো আমাদের অনেক ভাই নিখোঁজ রয়েছে, যাদের এখনো কোন খবর পাওয়া যায়নি। এছাড়াও তিনি বলেন, জোরজুলুম করে ফ্যাসিবাদী সরকার নিজেই ধবংস হয়েছে। এদেশে আর কখনো ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করার সুযোগ দেওয়া হবেনা। আগামী দিন মুসলিমদের জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকা যাবেনা। দেশে অতীতে যে নির্বাচন গুলো হয়েছে বিশেষ করে ২০০৮ সালের পর থেকে তা সব ছিলো লোক দেখানো এবং নিজেদের মত করে হয়েছিলো। ভবিষ্যতে এধরণের নির্বাচন দেশে আর হতে দেওয়া হবেনা। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার, বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ভাইদের ফাসির রায় দিয়ে হত্যা করেছিলো।

তিনি বলেন, ২০টি হুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন। জনগন যাকে চায় তাকেই ভোট প্রদানের মাধ্যমে জয়যুক্ত করবেন।

মন্তব্য বন্ধ আছে