লংগদুতে গ্রীষ্মকালীন ৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

২২৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদুতে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন ৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিন দিনপ্যাপী ৪৯ তম আসরে ফুটবল, কাবাডি, সাতাঁর, দাবা, হ্যান্ডবল অনুষ্ঠিত হয়।
রোববার, ফুটবল খেলায় (বালক) মাইনীমুখ মডেল হাই স্কুল, (বালিকা) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। হ্যান্ড বলে (বালক) রাবেতা মডেল উচ্চ বিদয়ালয় ও (বালিকা) কাট্টলি উচ্চ বিদয়ালয় চ্যাম্পিয়ন হয়।
বিকালে উপজলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি জনি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মোঃ শওকত আকবর, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা রোজী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।