লংগদুতে গাঁজাসহ যুবক আটক

২২৪

সাকিব আলম মামুন

রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের হোসেনপুর থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে লংগদু থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন- উপজেলার ২নং কালাপাকুজ্জ্যা ইউপির অধীনস্থ ৮নং হোসেনপুর এলাকার আব্দুল মোতালেব এর ছেলে মোঃ মজনু (৩৩)।

রবিবার (১৬ অক্টোবর) লংগদু থানা পুলিশের একটি টিম লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানজিদ আহমেদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে হোসেনপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম হোসেনপুর তল্লাশি চালিয়ে মজনু’কে আটক করা হয়েছে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, লংগদু থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।