লংগদুতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

২৫২

আলোকিত লংগদু ডেস্কঃ

রাঙ্গামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে সাগর বাদশা (২৯) নামে এক যুবক আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছে।

শনিবার(০৪ মার্চ) বিকাল ৪ টায় লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব জারুল বাগান নিজ ঘরের আড়ের সাথে গলায় মাফলার প্যঁচিয়ে আত্মহত্যা করে।

স্বজনদের মাধ্যমে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে সাগর বাদশা(২৯), পিতাঃ লিটন খান, মাতাঃ শাহিদা খাতুন,সাং-পূর্ব জারুল বাগান, ৭ নং ওয়ার্ড, মাইনী ইউপি, ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরবর্তীতে লংগদু থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলা মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।