লংগদুতে ইমাম-আলেম ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

২৩১

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদু উপজেলায় গাঁথাছড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও খতমে নবুওয়াত মিশিনারী সেন্টার এর সমন্বয়ক মাও.আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার,রবিবার ও সোমবার২৫, ২৬, ২৭ মার্চ সকালে মাইনী বাজারে প্রায় ১১০ জন ইমাম-মুয়াজ্জিন, আলেম ও অসহায় লোকদের উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খতমে নবুওয়াত মিশিনারী সেন্টার এর পক্ষে মাওলানা আমিনুর রশিদ পটিয়াবী নিজ দায়িত্বে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। মাও. আমিনুর রশিদ জানান, সম্মানিত ইমাম- মুয়াজ্জিন, আলেম ও সাধারন মানুষের কথা চিন্তা করে আমরা এ প্রজেক্ট পবিত্র রমজান মাস উপলক্ষে বেশ কয়েকদিন চলমান রাখার চিন্তা করেছি। আশাকরি এতে করে অসহায় সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।